বাঁকুড়ার কোতুলপুরে ফের দুর্ঘটনা,বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ

0
202

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ দুর্ঘটনা কিছুতেই যেন পিছু ছাড়ছে না কোতুলপুর এলাকায়। দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসন দুর্ঘটনা রুখতে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে। তাতেও দুর্ঘটনার হাত থেকে নিস্তার নেই। আজ কোতুলপুর থানার পানাহার কোল্ড স্টোরেজের সামনে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটলো।তবে ভাগ্যক্রমে টুকটাক জখম ছাড়া গুরুতর আহত হয়নি কেউ।স্থানীয় সুত্রে খবর, রাস্তার ওপর  দাঁড়িয়ে থাকা একটি বাইককে পাস কাটাতে গিয়ে অপর দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে যাত্রীবাহী বাসের। জানা গেছে কলকাতা থেকে আরামবাগ হয়ে বিষ্ণুপুর গাঙ্গে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘরসহ বিষ্ণুপুর দিক থেকে জয়রামবাটি দিকে যাওয়া একটি লরির। বাস এবং লরির বেপরোয়া গতির করনেই দুর্ঘটনা ঘটে এমনটাই দাবী প্রত্যক্ষদর্শীর। আহত দশজন বাস যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোতুলপুর স্বাস্থ্য কেন্দ্রে,পরে তাদের চিকিৎসা করে ছেড়েও দেওয়া হয়। গুরুতর জখম হয়নি কেউই। কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাহগ্রস্থ বাস এবং লরিটিকে উদ্ধার করেছে কোতুলপুর থানা নিয়ে যায়।সঠিক কি কারণে এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY