Thursday, April 18, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপুজোর মুখে ফের পুরুলিয়ায় পথে নামল 'আদিবাসি কুড়মি সমাজ'

পুজোর মুখে ফের পুরুলিয়ায় পথে নামল ‘আদিবাসি কুড়মি সমাজ’

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৫ অক্টোবর: ফের পথে নামল ‘আদিবাসি কুড়মি সমাজ। এবার পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের সরাসরি অভিযোগ করে বিক্ষোভ মিছিল করে সভা করল তারা। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ সভায় যোগ দেন সংগঠনের সদস্যরা। তার আগে পুরুলিয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও ঝাড়খণ্ড রাজ্য থেকে জমায়েত হন তাঁরা। পুরুলিয়া শহরের রাঁচি রোডে পদযাত্রা করে সভাস্থল ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছান তাঁরা। আজ সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে পূর্বঘোষিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘পুলিশি অত্যাচার দমনপীড়ন জুলুমের প্রতিবাদে’ ও কুড়মি নেতৃত্বদের নিঃশর্ত মুক্তির দাবীতে ‘গণ ডেপুটেশন’ কর্মসূচি পালন করে আদিবাসি কুড়মি সমাজ।  জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে একাধিক দফা দাবিতে স্মারকলিপি দেন প্রতিনিধিরা। কুড়মি সমাজের এই কর্মসূচিতে পুরুলিয়া শহরে জনজীবন ব্যাহত হয়। যান বাহন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি রাস্তায়। পুজোর সময় এই ধরনের কর্মসূচি জামা কাপড় সহ অন্যান্য ব্যবসায় প্রভাব পড়ে। লাটে উঠে ব্যবসা। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুজিত মাহাতোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান,” স্মারকলিপিতে কুড়মি জাতিকে এস টি তালিকাভুক্ত করতে কেন্দ্র সরকারের কাছে যে কমেন্টস এন্ড জাস্টিফিকেশনস দরকার সেটা পাঠানর দাবি করা হয়। এছাড়া আমাদের ভাষাকে অষ্টম তপশিল ভুক্ত এবং সারনা কোড দিতে হবে। এছাড়া আমাদের সমাজের গ্রেফতারদের দ্রুত মুক্তির দাবি জানায়।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments