জঙ্গলমহল জুড়ে কুড়মিদের প্রবল বিক্ষোভ,কুশপুতুল দাহ,দিলীপ ঘোষকে তীব্র হুশিয়ারী

0
42

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রবিবার ঝাড়গ্রামে করা দিলীপ ঘোষের মন্তব্যের আঁচ এবার বাঁকুড়ার জঙ্গলমহলে। দিলীপ ঘোষ ঝাড়গ্রামে মন্তব্য করেছিলেন খেমাশুলির আন্দোলনে তিনি চাল ডাল পাঠিয়েছিলেন। সেই মন্তব্যের প্রতিবাদে আজ সকাল থেকে বাঁকুড়ার রানীবাঁধে জমায়েত করে ধিক্কার জানায় কুড়মিরা। পোড়ানো হয় দিলীপ ঘোষের কুশপুতুলও। পাশাপাশি ওই মন্তব্যের প্রতিবাদে পাল্টা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আদিবাসী কুড়মি সমাজ। আদিবাসী কুড়মি সমাজের রাজ্য যুব সভাপতি স্পষ্টতই দিলীপ ঘোষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আদিবাসী কুড়মি সমাজের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দিলীপ ঘোষকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথা জঙ্গলমহল থেকে আগামী ১৭ মে পঞ্চাশ হাজার কুড়মি দিলীপ ঘোষের বাড়িতে জামা কাপড় খোলাতে যাবেন। ক্ষমতা থাকলে দিলীপ ঘোষ ওইদিন বাড়িতে থাকবেন। আর দিলীপ ঘোষ ওইদিন বাড়িতে না থাকলে দিলীপ ঘোষকে সমাজের তরফে বয়কট করা হবে। তবে শুধু চ্যালেঞ্জ ছুঁড়েই ক্ষান্ত থাকছে না আদিবাসী কুড়মি সমাজ। আদিবাসী কুড়মি সমাজের তরফে জানানো হয়েছে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে আজ বাঁকুড়া জেলার সর্বত্রই কুড়মি সমাজের মানুষজন জঙ্গলমহলে দিলীপ ঘোষের কুশপুত্তলিকা পোড়াবে।

LEAVE A REPLY