সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৭ মার্চঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর শিশু সামলাচ্ছেন কর্তব্যরত মহিলা কনস্টেবল। এমনই দয়ালু মানবিক নারীর দেখা গেল ঝালদা থানা এলাকার একটি পরীক্ষা কেন্দ্রে। স্থানীয় খামার হাই স্কুলের ছাত্রী মকরেশ্বরী সিং মুড়ার ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র। সেখানেই পরীক্ষা দিচ্ছে তার সাত মাসের শিশুকে নিয়ে। সেই শিশুকে স্কুলের বাইরে মাতৃ স্নেহে সামলাচ্ছেন ঝালদা থানার একজন মহিলা কনস্টেবল গীতা মাঝি।বিষয়টি নিয়ে ওই মহিলা কনস্টেবল জানান, একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে। তার যাতে পরীক্ষা ভালোভাবে হয় সেই জন্য তার শিশুকে সামলাচ্ছি। এটা ওই মহিলা কনস্টেবলের কাছে আজকের দিনেও স্বাভাবিক এবং কর্তব্য বলে করেন। স্থানীয় বলরাম মন্ডল জানান, প্রথম থেকে দেখছি যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে সেদিন থেকেই শিশুটিকে সামলাচ্ছেন মহিলা কনস্টেবল। তাঁর এই মানবিকতা ও সহানুভূতি সমাজকে উদ্বুদ্ধ করবে।