‘আক্রমণ হলে এবার প্রতি আক্রমণ’ হুঁশিয়ারি লক্ষ্মণ ঘোড়ুই-এর 

0
98

সংবাদদাতা,অন্ডালঃ  ২০১৮ তে পঞ্চায়েত ভোট লুট হয়েছিল, বিরোধীদের ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি। এবার আক্রমণ হলে প্রতি আক্রমণ হবে, শুক্রবার অন্ডালের উখরাতে বিজেপির জেলা কার্যকারিনী বৈঠকে এমনই হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই। এদিন উখরার চনচনি কোলিয়ারি সংলগ্ন একটি বেসরকারি ভবনে বিজেপির পশ্চিম বর্ধমান জেলা কার্যকারিনী বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি দিলীপ দে, বিধায়ক লক্ষণ ঘড়ুই, অজয় পোদ্দার, দলের জেলা সহ-সভাপতি ছোটন চক্রবর্তী, জয়ন্ত মিশ্র, দলের পশ্চিম বর্ধমান জেলা পর্যবেক্ষক আশা লাকড়া সহ প্রায় ২০০ জন দলীয় প্রতিনিধি। বেলা ১১ টায় বৈঠকের সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। শেষ হয় বিকেল পাঁচটায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলীয় নেতা তথা বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, প্রতি তিন মাস অন্তর জেলা কার্যকারিনী বৈঠক হয়। সাংগঠনিক বিষয়ের পাশাপাশি এদিনের বৈঠকে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়েও আলোচনা হয়েছে। লক্ষণবাবু জানান,পঞ্চায়েত ভোটের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আগের তুলনায় বুথ স্তরের সংগঠন এখন আমাদের অনেকটা মজবুত হয়েছে। এরপরে লক্ষণবাবু অভিযোগ করেন, ২০১৮ সালে পঞ্চায়েত ভোট করতে দেয়নি শাসক দল। ভোট লুট করা হয়েছিল, বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এরপরে লক্ষণবাবু বলেন, এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, আমরা আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছি। মনোনয়ন পত্র জমা দেওয়া অথবা ভোটদানে বাধা দেওয়া হলে পাল্টা প্রতি আক্রমণ হবে বলে হুঁশিয়ারি দেন লক্ষণবাবু। উল্লেখযোগ্যদের মধ্যে এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল ও দলের একমাত্র সাংসদ সুরেন্দ্র সিং আলুওলিয়া। অগ্নিমিত্রা পাল দলীয় কর্মসূচিতে রাজ্যের বাইরে রয়েছেন বলে জানান লক্ষণবাবু।

LEAVE A REPLY