জমির মালিকানা সংক্রান্ত বিবাদ, গৃহবধূকে মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

0
166

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ জমির মালিকানা সংক্রান্ত বিবাদের জেরে এবার এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের বাইপাস লাগোয়া পাঁচবাগা এলাকায়। অভিযুক্ত প্রোমোটার মারধরের ঘটনা অস্বীকার করে পাল্টা ওই গৃহবধূর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন।বাঁকুড়া শহরের বাইপাস লাগোয়া পাঁচবাগা এলাকায় জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরেই গন্ডগোল চলছে। ওই জমিতে সম্প্রতি দিব্যেন্দু অধুর্য নামের এক প্রোমোটার সীমানা দেওয়াল দিতে গেলে আপত্তি জানান পাটপুর এলাকার গৃহবধূ রীনা কারক। জমির একাংশের মালিক তিনি এবং সেই জমিতেই জোর করে প্রোমোটার সীমানা পাঁচিল দিচ্ছে এই অভিযোগ তুলে পুরসভার দ্বারস্থ হন ওই গৃহবধূ। অভিযোগ জানানো হয় বাঁকুড়া সদর থানাতেও। দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে আপাতত ওই জমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় পুরসভা। এরপর আজ রীনা কারক নামের ওই গৃহবধূ নিজের জমি দেখতে গেলে তাঁকে প্রোমোটার দিব্যেন্দু অধুর্য  ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় গৃহবধূ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত প্রোমোটারের দাবী, রাতের অন্ধকারে যন্ত্র লাগিয়ে তাঁর সীমানা পাঁচিল ভেঙে ফেলেছে ওই গৃহবধূ। প্রোমোটারের অভিযোগ, আজ সকালে ঘটনাস্থলে গেলে ওই গৃহবধূ তাঁর উপর হামলা চালিয়ে মারধর করেছে।

LEAVE A REPLY