রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বামেদের মহা মিছিল

0
144

সংবাদদাতা, অন্ডালঃ কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার মহা মিছিল করল বামেরা। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস হলে জনগণ প্রতিরোধ করবে বলে জানান মিছিলে উপস্থিত বাম নেতৃত্ব।রবিবার বিকেলে অন্ডাল ব্লকের দক্ষিণখন্ড থেকে উখরা-র চনচনি পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা জুড়ে মহা মিছিল করলো বামেরা। মিছিলে প্রায় ৮০০ থেকে হাজার খানেক বাম কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বলে দাবি করেন বাম নেতারা। বিকেল সাড়ে চারটে নাগাদ মিছিলটি শুরু হয় দক্ষিণখন্ড থেকে। শেষ হয় উখরার চনচনি পেট্রোল পাম্প এর কাছে। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, প্রবীর মন্ডল, অঞ্জন বকশী সহ অন্যরা । অঞ্জন বাবু জানান রাজ্য সরকারের দুর্নীতি, ১০০ দিনের কাজ ও বকেয়া মজুরি, স্বচ্ছ আবাস তালিকা প্রকাশ, বিজেপি সরকারের সম্প্রদায়িকতা ও কয়লা খনি বেসরকারিকরণের বিরুদ্ধে মিছিল করা হয় এদিন। সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আসল রূপ জনগণ বুঝতে পারছেন। কেন্দ্রের বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ তৈরি করে মূল্যবৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলিকে আড়াল করার চেষ্টা করছে। আর এই রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতির সরকারের পরিণত হয়েছে। তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এ দিনের মিছিল বলে গৌরাঙ্গ বাবু জানান। পাশাপাশি তিনি বলেন এবার পঞ্চায়েত ভোটে শাসকদল সন্ত্রাস করার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে।

LEAVE A REPLY