পরিকাঠামো ও পরিসেবার অভাবে বাঁকুড়ায় এশিয়ার বৃহত্তম কুষ্ঠ হাসপাতাল ধুঁকছে

0
57

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ পরিকাঠামো ও পরিসেবার অভাবে এশিয়ার বৃহত্তম কুষ্ঠ হাসপাতাল ধুঁকছে।বর্ষায় হাসপাতালের ভাঙা ছাদ  চুঁইয়ে গড়িয়ে পড়ে জল। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নেই, নেই প্যাথলজিস্ট, ড্রেসার ও যথেষ্ট সংখ্যক নার্সিংকর্মী। সরকারী আবাস যোজনা সহ অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও বঞ্চনার শিকার কুষ্ঠ রোগীরা। প্রতিবাদে বাঁকুড়া জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে আছড়ে পড়ল সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতির বিক্ষোভ। আজ নিজেদের দাবীর সমর্থনে বাঁকুড়া শহরে মিছিল করে জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, অবিলম্বে দাবীগুলি পূরণ করা না হলে আগামীদিনে সারা বাংলা জুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে কুষ্ঠ কল্যাণ সমিতি।

LEAVE A REPLY