নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ দরজায় কড়া নাড়ছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে বিরোধীদের হাতে মূল অস্ত্র আবাস যোজনা থেকে শুরু করে সরকারী শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে তৃনমূলের বিরুদ্ধে সাম্প্রতিক উঠে আসা বিভিন্ন দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতির অভিযোগগুলির খুঁটিনাটি একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে সামনের পঞ্চায়েত নির্বাচনে তার ডিভিডেন্ড নিজেদের ভোট বাক্সে তোলার চেষ্টা শুরু হয়েছে গেরুয়া শিবিরের তরফে। বিজেপির দাবী বিজেপির বুথ স্তরের নেতাদের মাধ্যমে একেবারে প্রধানমন্ত্রীর ঠিকানা ছাপানো লক্ষাধিক পোস্টকার্ড ছড়িয়ে দেওয়া হবে সাধারণ মানুষের মধ্যে। ডাক বিভাগের সেই পোস্টকার্ডের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বুথ স্তরের বিভিন্ন দুর্নীতির খবর তুলে ধরবেন সাধারণ মানুষ। বিজেপির এই কর্মসূচীকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের দাবী বিজেপি পুরোপুরি জনসমর্থন হারিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি যাই করুক না কেন পঞ্চায়েত নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না। একশো দিনের কাজে টাকা দেয়নি কেন্দ্রিয় সরকার সেটা চিঠিতে লেখুক কটাক্ষ তৃণমূলের। দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি বাঁকুড়া জেলা বিজেপির। বিজেপির এই চিঠিকে কটাক্ষ করে পালটা চিঠি বাঁকুড়া জেলা তৃণমূলের ছাত্র সংগঠনের। এই চিঠি লেখাকে ঘিরেই চিঠিকে ঘিরেই বাঁকুড়ায় বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক লড়াই শুরু। দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ধন্যবাদ শুভেচ্ছা জানানোর কর্মসূচী শুরু করেছে বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব। বুধবার বাঁকুড়া জেলা বিজেপি কার্য্যালয়ে নরেন্দ্র মোদিকে চিঠির মাধ্যমে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানোর কর্মসূচী শুরু করে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি জেলা সভাপতি জানান, দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য একটি সুন্দর বাজেট উপহার দিয়েছেন।তাই জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কার্য্যকর্তারা প্রধান মন্ত্রীকে ধন্যবাদ চিঠি পাঠানোর কাজ শুরু করেছেন। বিজেপির ধন্যবাদ চিঠির পরেই আসরে নেমেছে বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এই শুভেচ্ছা চিঠিকে কটাক্ষ করে পালটা ধন্যবাদ শুভেচ্ছা চিঠি পাঠাচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। তৃণমূলের ছাত্র পরিষদ জানাচ্ছে, পেট্রলের দাম ১০৬ টাকা ছাড়িয়েছে তাই প্রধান মন্ত্রীকে ধন্যবাদ, গ্যাসের দাম ১১০০ টাকা ছাড়িয়েছে তাই প্রধান মন্ত্রীকে ধন্যবাদ, দেশ বিরোধী নানান নীতি তার জন্য ধন্যবাদ জানিয়ে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা দেশের প্রধান মন্ত্রীকে চিঠি পাঠিয়ে ধন্যবাদ জানাচ্ছেন। জেলার বিভিন্ন কলেজের তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা হাজার হাজার এই শুভেচ্ছা চিঠি পাঠাচ্ছেন দেশের প্রধানমন্ত্রীকে।