লিবারেশনের পার্টি কংগ্রেসের সমর্থনে উখড়ায় পথসভা

0
57

সংবাদদাতা, অন্ডালঃ আগামী ১৫ থেকে ২০ ফেব্রুয়ারি বিহারের পাটনায় হবে সিপিআই (এম-এল) লিবারেশন পার্টির একাদশতম পার্টি কংগ্রেস। তারই সমর্থনে শনিবার অন্ডালের উখরা নতুন হাটতলায় পথসভা করা হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান নেতা সোমনাথ চট্টোপাধ্যায়।১৫ই ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দানে দলীয় জনসভার মাধ্যমে পাটি কংগ্রেসের সূচনা হবে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, বিহার বিধানসভার দলীয় নেতা মেহবুব আলম সহ অন্যরা। ১৬ তারিখ দলের পাটি কংগ্রেস অধিবেশনে আমন্ত্রিত আটটি বামপন্থী দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ১৮ তারিখ পাটনাতে বিশেষ অধিবেশন ও গণকনভেশনে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, আর,জে,ডি দলনেতা তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত  সরেন সহ অন্যরা। ১১-তম পার্টি কংগ্রেস কে সফল করতে দলের পক্ষ থেকে দেশজুড়ে শুরু হয়েছে প্রচার অভিযান। কয়লাখনি অঞ্চলের অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা এলাকাতেও দলের কর্মী সমর্থকরা পথসভা,  দেওয়াল লিখন, পোস্টারিং, হোডিং লাগানোর মাধ্যমে চালাচ্ছেন জোরদার প্রচারের কাজ। পার্টি কংগ্রেস বিষয়ে এদিনের পথ সভাতে লিবারেশন নেতা সোমনাথ চ্যাটার্জি বলেন বর্তমানে দেশ ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে লিবারেশনের পাটি কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ, দেশের মধ্যে সাম্প্রদায়িক শক্তি ও দুর্নীতির বিরুদ্ধে দলের ভূমিকা কি হবে তা পাটি কংগ্রেসে সেই বিষয়ে ও আলোচনা হবে বলে জানান সোমনাথবাবু।

LEAVE A REPLY