লিফটের উদ্বোধন হল বাঁকুড়া স্টেশনে

0
26

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আদ্রা ডিভিশনের বাঁকুড়া স্টেশনে লিফটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। যাত্রীদের ক্ষেত্রে সুবিধা হবে দাবী রেল আধিকারীকদের। যাত্রীদের সুবিধার্থে এদিন আদ্রা বিভাগের বাঁকুড়া স্টেশনে দুটি লিফটের উদ্বোধন করা হয়। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রিমোট টিপে উভয় লিফটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার  বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা ও শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্রা বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মনীশ কুমার সহ রেলের অন্যান্য আধিকারিক ও কর্মকর্তারাও। বাঁকুড়া টেশনের লিফট হয়ে যাওয়ার ফলে আগামী দিনে অসুস্থ, বৃদ্ধ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, শিশু  সন্তানসম্ভবা ও প্রসুতি মায়েদের সুবিধা হবে ট্রেন ধরতে। এছাড়াও বাঁকুড়া স্টেশন থেকে দক্ষিণের চিকিৎসায় যাওয়া বিভিন্ন রোগীর ক্ষেত্রেও সুবিধা হবে বলেই দাবী রেল কতৃপক্ষের।

LEAVE A REPLY