ডিম নিয়ে বিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে কর্মীদের আটকে রাখলেন এলাকাবাসী

0
277

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পূর্ব বর্ধমানের গলসিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে কর্মী ও সহায়িকাকে প্রায় ৪ ঘন্টা আটকে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা।মঙ্গলবার গলসি ২ নম্বর ব্লকের বেলগ্রামের বেলগ্রাম দাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। স্থানীয়দের অভিযোগ  অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ডিম না দিয়ে ডিমের দাম বাবদ ৫ টাকা করে সোমবার ও মঙ্গলবার নিয়ে মোট ১০ টাকা দিতে চাইছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর দাবি তাদের সরকার ডিম বাবদ প্রতি জন পিছু ৫ টাকা বরাদ্দ করেছে, এখন ডিমের দাম বেশি, এখন একটি ডিমের দাম ৭ টাকা তাই তারা ডিম না দিয়ে ৫ টাকা করে দিতে চেয়েছেন। স্থানীয়দের দাবি যে ডিমের জন্য তারা ৫ টাকা করে নেবেন না, তাদেরকে ডিমই দিতে হবে। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে উদ্ধার করে।

LEAVE A REPLY