সংবাদদাতা,অন্ডালঃ বাইকের ডিকি ভেঙ্গে টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার উখড়া হাটতলা এলাকার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সোমবার বেলা ১১ টা নাগাদ উখরা মাধাইগঞ্জ রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে বাইক এ করে বাড়ি ফিরছিলেন লাউদোহা থানার গোগলা গ্রামের বাসিন্দ আশুতোষ নায়ক ও তার ছেলে ব্যাংক থেকে তোলা টাকা রাখা ছিল বাইকের ডিকিতে। ফেরার পথে হাট তলায় বাইকটি দাঁড় করিয়ে তারা একটি দোকানে যান। দোকান থেকে ফিরে দেখেন বাইকের ডিকি ভাঙ্গা। তাতে রাখা ছিল আড়াই লক্ষ টাকা,সেই টাকাও উধাও। গোগলা গ্রামের বাসিন্দা আশুতোষবাবু ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী। কাজ করতেন ঝাঁঝরা প্রজেক্টে। বছর তিনেক আগে তিনি অবসর নেন। বিশেষ প্রয়োজনে এদিন ব্যাংক থেকে তিনি আড়াই লক্ষ টাকা তোলেন বলে জানান। ঘটনার পর তিনি উখড়া ফাঁড়িতে গিয়ে টাকা চুরি হওয়ার অভিযোগ পুলিশকে জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের প্রয়োজনে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।