বাঁকুড়া মেডিক্যাল কলেজে তারস্বরে মাইক বাজিয়ে বিজেপির বিক্ষোভে  বিরক্ত রোগী-নার্স-চিকিৎসকরা

0
31

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সাইলেন্স জোন হিসাবে ঘোষিত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ চত্বরে তারস্বরে মাইক বাজিয়ে বিক্ষোভ দেখিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। বিধায়কের এমন কান্ডে বিরক্ত হাসপাতালের চিকিৎসক,  চিকিৎসাকর্মী থেকে শুরু করে রোগী ও রোগীর পরিজনরা। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিসেবা প্রদান ও দালালরাজ বন্ধ করার দাবীতে আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপারের কাছে বিক্ষোভ ডেপুটেশনের ডাক দেয় বিজেপি। বিজেপির বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার নেতৃত্বে বিজেপি কর্মীরা টোটোর মাথায় একাধিক মাইক বেঁধে হাজির হন হাসপাতাল চত্বরে। হাসপাতালের সুপারের অফিসের সামনে তারস্বরে মাইক বাজিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ ডেপুটেশনের পাশাপাশি চলে নেতাদের বক্তব্য দেওয়ার পালা। হাসপাতাল চত্বরেই থাকা সুপারের অফিসের সামনে যেখানে মাইক বাজিয়ে এই বিক্ষোভ ডেপুটেশন চলছিল সেই জায়গা থেকে কুড়ি ফুট দূরেই রয়েছে হাসপাতালের স্ত্রী ও প্রসুতি বিভাগ। অন্যদিকে দশ ফুট দুরেই রয়েছে হাসপাতালের মূল ভবনে থাকা এম এস ডাউন মেডিকেল, সার্জিকেল সহ একাধিক ওয়ার্ড। সেখানেই তারস্বরে মাইক বাজিয়ে বিক্ষোভ ডেপুটেশনের ঘটনায় রীতিমত বিপাকে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। সমস্যায় পড়েন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও। হাসপাতাল কর্তৃপক্ষের দাবী হাসপাতাল চত্বর এমনিতে সাইলেন্স জোন। সেখানে এমন তারস্বরে মাইক বাজানোতে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের শারিরীক সমস্যা তৈরী হতে পারে। ডেপুটেশনের আগাম অনুমতিও নেওয়া হয়নি বলে দাবী হাসপাতাল সুপারের। গোটা ঘটনার কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ উঠতেই নিজের কৃতকর্মে অস্বস্তিতে পড়ে যান অভিযুক্ত বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। তাঁর সাফাই মাইক নয় ডেপুটেশনে হ্যান্ড মাইক ব্যবহার করা হয়েছে। মাইকে শব্দের মাত্রাও নির্দিষ্ট সীমার মধ্যেই রাখা হয়েছিল বলে  সাফাই তাঁর।

LEAVE A REPLY