বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল পাঁচ টাকার মিল

0
86

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বর্ধমান পুরসভার উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল সস্তার খাবার। মা ক্যান্টিন নামে ওই পরিষেবায় মাত্র পাঁচ টাকায় খাবার পাওয়া যাবে। বুধবার দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই পরিষেবার সূচনা হয়।জানা গেছে, প্রথমে ২২০ জন এই সুযোগ পাবেন প্রতিদিন। এজন্য সকাল দশটায় কুপন দেওয়া হবে। মেনুতে থাকবে  ভাত, ডাল, তরকারি ও ডিমের ঝোল।প্রতিদিন হাসপাতালে যে হাজার হাজার মানুষ আসেন তাদের খুব সুবিধা ও সাশ্রয় হবে এতে। এদিন মা ক্যান্টিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার, মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ প্রমূখ।

LEAVE A REPLY