দুর্গাপুরে ‘মা’ ক্যান্টিনে মিলবে ৫ টাকায় ডিম ভাত তরকারী 

0
84

জয় লাহা,দুর্গাপুর,২৯ মার্চঃ মাত্র ৫ টাকায় ডিম ভাত তরকারি। এদিন শিল্পশহর দুর্গাপুরের  সিটি সেন্টার বাস স্ট্যান্ডে চালু হল ‘মা’ ক্যান্টিন। ক্যান্টিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়,ভাইস চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ।  প্রসঙ্গত,দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে রাজ্যের বাঁকুড়া,পুরুলিয়া, বীরভুম, মুর্শিদাবাদ,শিলিগুড়ি ছাড়াও ধানবাদ, টাটা, পুরী, ভুবনেশ্বর, হাজারিবাগ, রাঁচিগামী বাস যাতায়াত করে। স্বাভাবিকভাবেই আন্তঃ রাজ্য এই বাস স্ট্যান্ড যথেষ্ট গুরুত্বপুর্ন। এছাড়াও সিটি সেন্টারে রয়েছে মহকুমা আদালত ছাড়াও নানা সরকারি, বেসরকারী অফিস। সেই সুবাদে বিভিন্ন ধরনের বহু মানুষের যাতায়াত রয়েছে। লাগামছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে ফুটপাথের হোটেলের খাবারের দামও বেড়েছে। যা সাধারন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। সম্প্রতি সেই সব মানুষের সুবিধার্থে সিটি সেন্টারের প্রানকেন্দ্র বাসস্ট্যান্ডে সস্তায় গুণগত ভাল মানের খাবারের ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।  জানা গেছে সপ্তাহের সোম থেকে বৃহস্পতি সিটি সেন্টার বাসস্ট্যান্ডে এবং শুক্র,শনি ও রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু থাকবে এই ক্যান্টিন। খাবারের জন্য প্রতিদিন সকাল ন’টা থেকে দেওয়া হবে কুপন। প্রতিদিন ১০০ টি করে কুপন বিলি করা হবে। প্রতিদিন দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত কুপনের বিনিময়ে খাবার দেওয়া হবে। ‘মা’ ক্যান্টিনে থাকবে ডিম ভাত তরকারি। সঙ্গে লংকা পেঁয়াজও।আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, “মাস পাঁচেক আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন একটি মা ক্যান্টিন চালু করার। সেই মতো পরিকল্পনা করে ই-টেন্ডার করা হয়। মূলত গরিব মানুষের সুবিধার্থেই এই মা ক্যান্টিন চালু হল”।  

LEAVE A REPLY