জেলায় সম্ভাব্য প্রথম শ্রীপর্ণা মন্ডল,মাত্র দু’নম্বরের জন্য জায়গা হলো না মেধা তালিকায়

0
47

সার্থক কুমার দে,লাউদোহাঃ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলার মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে শ্রীপর্ণা মন্ডল। পেয়েছেন ৬৮১ নম্বর। মাত্র দু’নম্বর কম পাওয়ার জন্য জায়গা হয়নি প্রথম ১০ এর মেধা তালিকায়। ৭০০ মধ্যে ৬৮১ নম্বর পেয়ে সম্ভবত জেলায় প্রথম হয়েছে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পানশিউলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রীপর্ণা মন্ডল। মাত্র ২ নম্বর কম পাওয়ায় তার জায়গা হয়নি প্রথম ১০ মেধা তালিকায়। পানশিউলি গ্রামের বাসিন্দা শ্রীপর্ণা স্থানীয় পানশিউলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর বাংলা ৯৭, ইংরেজি ৯৫, অংক ১০০, পদার্থ বিজ্ঞান ১০০, জীবন বিজ্ঞান ৯৮, ইতিহাস ৯১, ভূগোল ১০০। শ্রীপর্ণা জানায়, ইংরেজিতে ৯৫ পেয়েছি, ৯৭ পাওয়ার আশা করেছিলাম। রিভিউ করালে হয়তো দু নম্বর বাড়বে। তাই ইংরেজি খাতা রিভিউ করানোর সিদ্ধান্ত নিয়েছি বলে জানায় শ্রীপর্ণা। মেধাবী ছাত্রীর বাবা শম্ভু মন্ডল পেশায় জীবনবীমা এজেন্ট। শম্ভুবাবু জানান, মেয়ে পড়াশোনাকে কখনো কঠিন কাজ বলে মনে করে না। ভালো রেজাল্ট করতে অধিক পড়াশোনাতেও সে বিশ্বাসই নয়। রাত জেগে কখনো শ্রীপর্ণা পড়েনি বলে জানান শম্ভুবাবু। পাশাপাশি তিনি বলেন, কেবলমাত্র ইংরেজি বিষয়ে গৃহ শিক্ষকের কাছে পড়তো শ্রীপর্ণা, বাকি সব বিষয় মেয়েকে তিনিই পড়াতেন। বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিকে পড়াশুনা করতে চাই, প্রাপ্ত নম্বর নিয়ে খুশি, তবে দু নম্বরের জন্য মেধা তালিকা হাতছাড়া হওয়ায় আফসোসও হচ্ছে বলে জানান শ্রীপর্ণা। পানশিউলি হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, শ্রীপর্ণা  বরাবরই মেধাবী ছাত্রী, মাধ্যমিকে ভালো ফল করবে জানা ছিল। শ্রীপর্ণা স্কুলের মুখ উজ্জ্বল করেছে বলে জানান প্রধান শিক্ষক।

LEAVE A REPLY