আবারও জেলার জয় জয়কার,রাজ্যের মেধা তালিকায় বাঁকুড়ার ১৩

0
40

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ প্রতি বছরের ন্যায় বাঁকুড়ার মাধ্যমিকে মেধা তালিকায় অংশগ্রহণ বজায় থাকলো এবারও। মাধ্যমিকে রাজ্যের প্রথম দশে অন্যান্য বারের মতোই এবার স্থান পেলো ১৩ জন কৃতি। রাজ্যের প্রথম স্থানাধিকারী ১১৮ জনের তালিকায় ঠাঁই হয়েছে বাঁকুড়া জেলার ১৩ জন ছাত্রছাত্রী। এই ১৩ জনের আবার ৬ জনই বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের পড়ুয়া। জেলার স্কুলগুলির এই সাফল্যে উচ্ছসিত পড়ুয়া অভিভাবক ও শিক্ষক মহল। গত দু দশক থেকে লাগাতার ভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের নজির রেখে চলেছে বাঁকুড়া জেলার পরীক্ষার্থীরা। এবারও তার ব্যতিক্রম হলো না। এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে ফল প্রকাশ হতেই একের পর জেলার স্থানাধিকারীর নাম উঠে আসতে করে। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল থেকে রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করে জেলার মুখ উজ্জ্বল করেছে অন্বেষা চক্রবর্তী। অন্বেষার প্রাপ্ত নম্বর ৬৮৮। প্রথম শ্রেনী থেকেই স্কুলে প্রথম হয়ে আসা অন্বেষা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। পড়াশোনা ছাড়াও আবৃত্তি অর্পিতার ভালো লাগে। বাবা হাইস্কুলের শিক্ষক পরিক্ষীত চক্রবর্তী ও  মা মিঠু চক্রবর্তীরও গৃহবধূ। বাবা মা ইচ্ছে মেয়ে চিকিৎসক হয়ে গ্রামের গরীব মানুষের পাশে দাঁড়াক। অন্বেষা চক্রবর্তীর সমান নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় যুগ্ম ভাবে পঞ্চম স্থান দখল করে বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের ছাত্র ঈষাণ পাল। বড় হয়ে ঈষাণেরও ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার। রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে সূর্যেন্দু মন্ডল ও অপুর্ব সামন্ত। দুজনেই বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতনের পড়ুয়া। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৭।  মেধা তালিকায় যুগ্ম ভাবে সপ্তম স্থানে রয়েছে  তিনজন।বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের স্নেহা কর,  বাঁকুড়া জিলা স্কুলের শুভদীপ সরকার,  মিশন গার্লস হাইস্কুলের প্রাপ্তি ঘোষাল। এই তিনজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৬। ৬৮৫ নাম্বার পেয়ে অষ্টম স্থানে যুগ্ম ভাবে স্থান পেয়েছে কেন্দুয়াডিহি হাইস্কুলের অর্চিস্মান চক্রবর্তী ও মিশন গার্লস হাইস্কুলের সোনাই মুখোপাধ্যায়। মেধা তালিকায় নবম স্থানেও যুগ্ম ভাবে রয়েছে বাঁকুড়ার দুই পড়ুয়া। ছাতনা বাসুলী বিদ্যাপীঠের স্নেহা চক্রবর্তী ও খ্রিষ্টান কলেজিয়েট স্কুলের প্রীতিসুন্দর দে। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৪। দশম স্থানেও বাঁকুড়ার দুই কৃতি পড়ুয়া স্থান পেয়েছে। দুজনের নাম দেবজিৎ রায় ও অঙ্কনা দুবে। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের এই দুই পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৬৮৩। একই স্কুলের ৬ পড়ুয়া এবার মাধ্যমিকের রাজ্য স্তরের মেধা তালিকায় স্থান পাওয়ায় খুশির হাওয়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলে। ওই স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার পতি বলেন, “এবারই প্রথম নয়, আমাদের স্কুলের পড়ুয়ারা লাগাতার ভাবে ভালো ফল করে চলেছে। এর আগে আমাদের স্কুলের পাঁচ জন পড়ুয়া একসাথে মেধা তালিকায় স্থান পেলেও এ বার সেই রেকর্ডও ভাঙল।  মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রতি বছর মেধা তালিকা প্রকাশ করলেই বাঁকুড়ার ছাত্র-ছাত্রীদের নাম থাকে উপরের দিকেই। এবারও তার অন্যথা হলো না। জেলা ছাত্রছাত্রীদের এই অভাবনীয় সাফল্যে খুশির জেলার মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অভিভাবক ও শিক্ষক মহল সকলেই।

LEAVE A REPLY