বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের শুভম পাল মাধ্যমিকে দ্বিতীয়

0
34

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ এবার মাধ্যমিকে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের। ছাত্র শুভম পাল দ্বিতীয় হয়েছে।  তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৫। শহরের বিবেকানন্দ কলেজ রোডের একটি বেসরকারি আবাসনের বাসিন্দা। সে ডাক্তার হতে চায়। বাবা সমীর পাল বেসরকারি কর্মী। মা স্বপ্না ভাওয়াল রায়নার পাইটা স্কুলের শিক্ষিকা শুভমের ইচ্ছা ভবিষ্যতে চিকিৎসক হয়ে সে মানুষের সেবা করবে। পড়াশোনাতে শুভম বরাবরই ভালো বলে জানান তার মা। জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার শুভমদের বাড়িতে যান। তাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান তিনি। আর ওই স্কুলেরই অর্ক ব্যানার্জী চতুর্থ হয়েছে। অর্কর মোট প্রাপ্ত নম্বর ৬৮৯। বাড়ি বর্ধমান শহরের গোলাহাটে। মায়ের নাম মালবিকা ব্যানার্জী, তিনি হরিসভা গার্লস স্কুলের শিক্ষিকা। বাবা অর্ণব ব্যানার্জী বিদ্যুৎ দপ্তরের আধিকারিক। অর্কর প্রিয় বিষয় ফিজিক্স। ভবিষ্যতে সে ফিজিক্স নিয়ে গবেষণা করতে চায়। তার সাতজন প্রাইভেট টিউটর ছিলেন।পড়াশোনা ছাড়া তার খেলাধূলা ভালো লাগে।ফুটবল ও ক্রিকেট দুটো খেলাই তার কাছে প্রিয়। অর্ক জানায় এমনি বাঁধা ধরা গতে সে পড়াশোনা করতো না।তার রাতে পড়তে বেশি ভালো লাগে।

LEAVE A REPLY