নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ অ্যাপেনডিক্সের যন্ত্রণায় কাতর দীপ। কিন্তু তারপরও ইচ্ছাশক্তির কাছে হার মানল তার অ্যাপেনডিক্সের যন্ত্রণা। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের বেডে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষায় ইংরাজী ভাষার পরীক্ষা দিল বাঁকুড়ার মন্ডলকুলি গ্রামের বাসিন্দা দীপ দত্ত।বৃহস্পতিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গতকাল বাংলার পরীক্ষা দেওয়ার সময়ও মন্ডলকুলি নেতাজী বিদ্যাপীঠের মেধাবী ছাত্র দীপ দত্ত ঘুনাক্ষরেও জানতে পারেনি পরীক্ষা শেষ হতেই শুরু হবে তার অ্যাপেনডিক্সের যন্ত্রণা। গতকাল সন্ধ্যার পর থেকে যন্ত্রণা বাড়তে থাকায় পরিবারের লোকজন রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দীপকে। সেখান থেকে তাকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় দীপের শরীরে বাসা বেধেছে অ্যাপেনডিক্স। তবে এখনই নয় পরীক্ষার শেষ হওয়ার পর তার অপারেশনের সিদ্ধান্ত নেবে চিকিৎসকরা এমনটাই দাবি মেডিকেল কর্তৃপক্ষের।আজ মেডিক্যাল কলেজের বেডে বসেই ওই ছাত্র ইংরাজী বিষয়ের পরীক্ষায় বসে। পরীক্ষার আগে এদিন বাঁকুড়া মেডিক্যালে গিয়ে তার সাথে দেখা করে শুভেচ্ছা জানান মাধ্যমিকের বাঁকুড়া জেলা কনভেনার গৌতম দাস। দীপ এর দাবী পরীক্ষার ভালো প্রস্তুতি ছিল। হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়বে তেমনটা ভাবিনি। তবে শেষ পর্যন্ত হাসপাতালের বিছানায় বসেও পরীক্ষা দিতে পারছি এটাই বড় পাওয়া। খুশি তার পরিবারের লোকজন ধন্যবাদ জানিয়েছেন পর্ষদের ব্যবস্থাপনায়।