সাথী প্রামানিক, পুরুলিয়া, ৯ অগাষ্ট: মহরমের মিছিলে পুরুলিয়ায় নকল আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হল দুজন। লোহার সলিড রড ওয়েল্ডিং করে জুড়ে নকল বন্দুক বানিয়েছিল ওরা। সেই খেলনা নিয়ে মহরমের শোভাযাত্রায় যোগ দিয়ে গ্রেফতার হল পুরুলিয়া শহরের মুনসেফডাঙা, চিটাডাঙার এলাকার দুই যুবক। ধৃতদের নাম শেখ আরমান ও বিশাল রুইদাস। মঙ্গলবার দুজনকেই গ্রেফতার করে পুলিশ। তবে ধৃতদের যে কোন উদ্দেশ্য ছিল না সে সম্পর্কে নিশ্চিত পুলিশ। এদিন সকালে নীলকুঠিডাঙা এলাকায় শোভাযাত্রা চলাকালীন সমাজমাধ্যমে তাদের ছবি ছড়িয়ে পড়ে। মানুষ যাতে আতঙ্কিত না হন এবং গুজব ছড়িয়ে না পড়ে সেজন্য সন্ধ্যায় সাংবাদিক বৈঠক ডাকেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন। তিনি বলেন, ধৃত দুজন দুই পৃথক সম্প্রদায়ের। কেন তারা এমন কাজ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার, পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।