অভিষেক ব্যানার্জীর সভার প্রস্তুতিতে বাঁকুড়ায় বৈঠক করলেন মলয় ঘটক

0
65

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বাঁকুড়ায়।আগামী ১২ এপ্রিল বাঁকুড়ার ওন্দা ফুটবল মাঠে জনসভায় উপস্থিত থাকবেন অভিষেক ব্যানার্জি। তারই প্রস্তুতির হিসেবে এদিন বাঁকুড়ার তৃণমূল ভবনে দলের বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি, দলের মহিলা, যুব ছাত্র, শ্রমিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে একাস্ত আলোচনা সারেন আইনমন্ত্রী মলয় ঘটক। এই প্রচন্ড গরমে মানুষের যাতে অসুবিধে না হয় তার খেয়াল রেখে নেতা কর্মী সমর্থকদের জনসভায় কিভাবে আনা হবে। সভাস্থলে কিভাবে বসার ব্যবস্থা করা হবে সবকিছুই আলোচনা হয় বৈঠকে। এদিন দুপুর তিনটে নাগাদ জেলা তৃণমূল ভবনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে স্বাগত জানান জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। রানীবাঁধের বিধায়ক রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোসনা মান্ডি, রাইপুরের বিধায়ক বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, তালডাঙ্গার বিধায়ক অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বড়জোড়ার বিধায়ক আলোক মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY