সংবাদদাতা, অন্ডালঃ শুক্রবার স্বর্গীয় পিতার খৌরকর্মের দিন দলনেত্রীর সমবেদনা বার্তা এসে পৌঁছালো পিতৃহারা বিধায়কের হাতে। দূত মারফত মুখ্যমন্ত্রী বার্তা পাঠান বলে জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।গত ২৬ এপ্রিল পিতৃহারা হন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুক্রবার ছিল খৌরকর্ম। এদিন কুমারডিহি গ্রামের একটি পুকুরে খৌরকর্মের কাজ সম্পূর্ণ হয়। পুকুর ঘাটে খৌরকর্মের কাজ চলার সময় সেখানে উপস্থিত হন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। সেখানেই তিনি নরেন্দ্রনাথবাবুর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সমবেদনা বার্তা। নরেন্দ্রনাথবাবু জানান, বাবা মারা যাওয়ার দুদিন পরেই মুখ্যমন্ত্রী ফোন করে সমবেদনা জানিয়ে ছিলেন। সেই সাথে খবর নিয়েছিলেন স্বাস্থ্যেরও। এদিন মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন লিখিত বার্তা যা আমার কাছে আশীর্বাদের সমান বলে জানান তিনি। এদিন খৌরকর্মের পর পুকুর ঘাটে বেশ কয়েকটি বকুল গাছের চারা লাগানো হয়। চারা গাছ গুলি লাগান নরেন্দ্রনাথবাবু ও মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যরা। স্বর্গীয় পিতার স্মৃতিতেই গাছগুলি লাগানো হল বলে জানান নরেন্দ্রনাথবাবু।