জয় লাহা, দুর্গাপুর, ১৯ অক্টোবারঃ সড়কের পাশে নালার জলে মোটরবাইক সহ যুবকের মৃতদেহ উদ্ধার হল। বুধবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বুদবুদের তিলডাঙা এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম অচিন্ত্য বাগদী (২৫), গলসীর কাশপুরের বাসিন্দা। বুধবার সকালে তিলডাঙা- কসবা সজনীকান্ত সরনির পাশে নালার জলে পড়ে থাকতে দেখে পথচলতি মানুষ। নালার জলে ডুবে ছিল শরীর, পাশেই ছিল তার মোটরবাইকটি পড়ে। মোটরবাইকে ঝোলানো মাংসর প্যাকেট। স্থানীয় বাসিন্দাদের অনুমান রাত্রে বাজার করে বাড়ী ফিরছিল। অসাবধানতায় নালার জলে পড়ে উঠতে পারেনি। এদিন খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।