ফের হাতির হামলায় মৃত্যু গ্রামবাসীর,আধিকারিকদের ঘিরে ক্ষোভ

0
112

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের হাতির হানায় মৃত্যু হল এক গ্রামবাসীর। ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড় থানার সাগরাকাটা এলাকায়। সুত্রের খবর বুধবার ভোরে প্রাতকর্ম করতে পেরিয়ে হাতির সামনে পড়ে যায় কালিপদ বাউরী( ৪৫)নামে এক গ্রামবাসী। এরপরেই হাতি আক্রমন করে ওই ব্যাক্তিকে। গুরুতর আহত কালিপদ বাবুকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। গত বুধবার একই দিনে বাঁকুড়ার বেলিয়াতোড় এবং বড়জোড়ায় মৃত্যু হয়েছিল দুই গ্রামবাসী আবার হাতির আক্রমণে মৃত্যু হল আরেক গ্রামবাসী।নতুন বছরের শুরু থেকেই হাতির হানায় একের পর মৃত্যুর ঘটনা এলাকায় মানুষের আতংকে ঘুম ছুটেছে। আর এ নিয়েই ক্ষোভ বাড়ছে উত্তরোত্তর। আজ বাঁকুড়ার বৃন্দাবনপুর বিট অফিস ক্ষোভের কথা জানান গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে এলাকা থেকে হাতি তাড়ানোর ব্যবস্থা করুক বনদপ্তর।

LEAVE A REPLY