বকেয়া বেতন না পেয়ে কারখানায় বিক্ষোভ, ম্যানেজারকে বেধড়ক মার

0
354

সংবাদদাতা, লাউদোহা : বকেয়া বেতন না পেয়ে কারখানার ম্যানেজারকে বেধড়ক পেটাই শ্রমিকেরা । বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ঝাঁঝরা গ্রামের একটি বেসরকারি কারখানায়। ঘটনা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা গ্রামে বকেয়া বেতন না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় একটি বেসরকারি কারখানায় । শ্রমিকদের রোশের মুখে পড়েন কারখানার ম্যানেজার রাজেশ কুমার শুক্লা । শ্রমিকদের হাতে বেধড়ক মার খান তিনি । খবর পেয়ে পুলিশ এসে রাকেশ বাবুকে উদ্ধার করেন । ঘটনাটি ঘিরে বুধবার রাতভর উত্তেজনা ছিল কারখানা চত্বরে । শ্রমিকদের অভিযোগ নিয়মিত কাজ করানো হলেও গত দু’মাস তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি । বেতন মিটিয়ে দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করা হয়েছে । কিন্তু তাতে কাজ হয়নি । বেতন না পেয়ে সমস্যায় রয়েছে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা । বুধবার বোকা বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ । সন্ধ্যা পর্যন্ত বেতন না দেওয়াই ক্ষোভ চরম হয়ে ওঠে শ্রমিকদের । কারখানা চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকেরা । শ্রমিকদের বোঝাতে এলে তাদের ক্ষোভের মুখে পড়েন কারখানার ম্যানেজার রাজেশ কুমার শুক্লা । তার ওপরে চড়াও হয় শ্রমিকরা বলে অভিযোগ । বিষয়টির নিষ্পতির জন্য বৃহস্পতিবার লাউদোহা থানায় পুলিশের মধ্যস্থতাই একটি বৈঠক হয় । সেই বৈঠকে মালিক ও শ্রমিক পক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় । সুজিতবাবু জানান বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী এক মাসের মধ্যে বকেয়া বেতন শ্রমিকদের মিটিয়ে দেওয়া হবে । বৈঠকের পর শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়েছেন বলে জানান সুজিত বাবু ।

LEAVE A REPLY