নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রাতের অন্ধকারে মন্দিরে তালা ভেঙ্গে চুরি গেল লক্ষাধিক টাকার মন্দিরের বিভিন্ন সামগ্রী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার কলেজ রোড এলাকায়। শহরের মুল রাস্তার পাশেই জনবহুল এলাকায় এই চুরির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়ে এলাকায়। শ্রীশ্রী চন্ডী মনসা মাতার মন্দির আজ সকালে মন্দিরের সেবাইত মন্দিরের দরজা খুলতে গেলে তালা ভাঙ্গা অবস্থা দেখতে পান। তারপরই সোনার ও রুপোর গহনা বাসনপত্র প্রণমী বাক্স বাসন পত্র সহ বেশ কিছু সামগ্রী চুরি যাওয়ার ঘটনা সামনে আসে। বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। তবে শহরের বুকে জনবহুল এলাকায় এই চুরির ঘটনায় পুলিশের নজরদারির উপর প্রশ্ন উঠেছে। মন্দিরে মনসা মাতার মাথায় থাকা সোনার মুকুট, নাকের নথ, কানের, রুপোর পায়ের তোড়া প্রণামী বাক্স টাকা, দান সামগ্রী বাসনপত্রসহ লক্ষাদিক টাকা সামগ্রী চুরি গেছে এমনটাই অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। অবিলম্বে শহরের বুকে রাতের অন্ধকারে আরও পুলিশী নজরদারি বাড়ানো উচিত এমনটাই দাবি স্থানীয় মানুষের।