নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য্য। সেই খুশিতে বাঁকুড়া শহরে মিষ্টি বিতরন করে উচ্ছ্বাস বিজেপি যুব মোর্চার। বাঁকুড়া শহরের লালবাজার এলাকায় পথ চলতি মানুষকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য্যের সেই আনন্দে একজনকে মানিক ভট্টাচার্য্য সাজিয়ে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে পথ চলতি মানুষের হাতে মিষ্টি তুলে দিয়ে অভিনব খু্শি উদযাপন করলো বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা। চাকরি চোর জেলে গেছেন। শিক্ষিত বেকার যুবকরা আশার আলো দেখছেন, সেই খুশিতেই এই মিছিল বলে দাবি বিজেপির যুব মোর্চা নেতৃত্বের।