নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া মাওবাদী বনধের খবরে আংশিক প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলে। আজ সকাল থেকে বাঁকুড়ার জঙ্গলমহল হিসাবে পরিচিত সারেঙ্গা, রাইপুর,রানীবাঁধ, বারিকুল এলাকার বিভিন্ন রুটে বেসরকারী বাস চলাচল করেছে অন্যান্য দিনের তুলনায় বেশ কম। তবে দোকান বাজার ও স্কুল কলেজের ক্ষেত্রে তেমন প্রভাব পড়েনি। মোটের উপর স্বাভাবিক ভাবেই খোলা দোকান বাজার ও স্কুল কলেজ। অন্যান্য দিনের তুলনায় আজ সকাল থেকে জঙ্গলমহলের অধিকাংশ রুটে কম বাস চলাচল করায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন বহু মানুষ। বাস মালিক সমিতির দাবী অতীতের তিক্ত অভিজ্ঞতার কারনে মাওবাদী বনধ রয়েছে শুনেই জঙ্গলমহলের বেশ কিছু রুটে বাস মালিকরা বাস রাস্তায় নামাননি।