সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ রবিবার উখরা রোটারি ক্লাব,স্বেচ্ছাসেবী সংস্থা তৃনাঙ্কূর ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে উখরায় আয়োজিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বাঁকোলা বাংকেশ্বরী কালী মন্দির থেকে পাঁচ কিলোমিটার দীর্ঘ দৌড়ের সূচনা হয়। উখরা গ্রাম আনন্দ মোড় ঘুরে শেষ হয় বাঁকোলাতে। প্রতিযোগিতার সূচনা করেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখড়া পুলিশ আউটপোস্টের আইসি নাসরিন সুলতানা সহ অন্যরা। ম্যারাথনে অংশ নিয়েছিল একজন কেনিয়ার নাগরিক সহ প্রায় বারো’শো প্রতিযোগী। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত ও শংসাপত্র দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। এছাড়াও সবচেয়ে প্রবীণ ও সবচেয়ে নবীন প্রতিযোগীদেরও পুরস্কৃত করা হয়। ড্রাগ সহ মাদকদ্রব্য বর্জনের বার্তা দিতেই এদিনের এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন বলে জানান উদ্যোক্তারা।