দুর্গাপুরের মেয়রের নামে ফেক হোয়াটসঅ্যাপ

0
339

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ গত কয়েক দিন আগে তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে কেউ একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁর নামে ফ্যান ক্লাব তৈরি করেছিল। ঘটনায় বিড়ম্বনায় পড়েছিলেন বিধান। এবার দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার ঘটনা প্রকাশ্যে এল। যে ফোন নম্বর থেকে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটি উত্তরপ্রদেশের বরেলি এলাকার বাসিন্দা মইন খান নামে এক যুবকের। আদৌ মইন খান নামে ওই যুবকের কোনও অস্তিত্ব আছে কী নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ ওই অ্যাকাউন্ট থেকে মেয়র পারিষদ রুমা পারিয়ালকে নানা রকম মেসেজ করা হয়েছে। এবং তাঁকে ফোন করা হয়। এদিন সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি বলেন ‘একটি অনুষ্ঠানে ছিলাম। সেখানে রুমা পারিয়াল আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ ও ফোন করার কথা বলে। আমি বুঝতে পারি কেউ আমার ছবি ও নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খুলে এসব করছে। দুর্গাপুর থানায় অভিযোগ করেছি। সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা আমাকে আশ্বস্ত করেছেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন তাঁরা।  

LEAVE A REPLY