মাধবপুরে খুন হওয়া শিশুর পরিবারের সাথে দেখা করলেন মহম্মদ সেলিম

0
202

নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ চারদিন নিখোঁজ থাকার পর রবিবার বাড়ির কাছাকাছি জঙ্গল থেকে উদ্ধার হয় মাধবপুরের বাসিন্দা সৌরভ বাউরির (১০)মৃতদেহ। সৌরভকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। ঘটনাটি ঘিরে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন মৃত শিশুর পরিবারের সঙ্গে স্থানীয়রা। সোমবার মৃত শিশুর পরিবারের বাড়ি এসে তাদের পাশে থাকার বার্তা দেন এলাকার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এবার এলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার বিকেলে মাধবপুরে ঐ পরিবারটির বাড়ি আসেন তিনি এবং সৌরভের বাবা মায়ের সাথে কথা বলেন। তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, সময় মত পুলিশ তদন্ত করলে হয়তো শিশুটিকে খুঁজে পাওয়া যেত। সঠিক তদন্তের দাবি জানানোর পাশাপাশি পরিবারটির পাশে থাকারও বার্তা দেন তিনি।

LEAVE A REPLY