বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ গত ২৯ তারিখ দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করতে এসে জেলার সমস্ত কারখানায় কর্মীদের পে স্লিপ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পর চারদিনের মধ্যে মুখ্যন্ত্রীর কথা বাস্তবায়িত করতে রবিবার সকালে সৃজনী হলে জেলার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক ও বিধায়ক প্রদীপ মজুমদার। প্রায় দু’ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে মন্ত্রী মলয় ঘটক বলেন ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে আমরা এদিন জেলার শিল্পপতিদের নিয়ে বৈঠকে বসেছিলাম। প্রত্যেক কারখানার মালিকদের বলা হয়েছে ঠিকা শ্রমিকদের পে স্লিপ সহ বেতন দিতে হবে। তাতে সহমত পোষণ করেছেন কারখানা মালিকরা। এছাড়া কাজের জায়গায় কর্মীদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া প্রত্যেক শ্রমিকের পিএফ ও ইএসআই নিশ্চিত করতে বলা হয়েছে।’