নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ মিড ডে মিল কর্মীদের সরকারী স্বীকৃতির দাবীতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখাল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। আজ দুপুরে বাঁকুড়ার তামলীবাঁধ ময়দান থেকে মিছিল করে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখান মিড ডে মিল কর্মীরা। এদিনের বিক্ষোভকারী মিড ডে মিল কর্মীদের দাবী এ রাজ্যে বিভিন্ন ভাবে মিড ডে মিল কর্মীদের বঞ্চনা করা হচ্ছে। অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে মিড ডে মিল কর্মীদের বেতন নামমাত্র। সেই নামমাত্র বেতনে দিনের পর দিন কাজ করার পরও পুজোর ছুটি ও গ্রীষ্মের ছুটির নাম করে বছরে দু মাস তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। মিড ডে মিল কর্মীরা সরকারী স্বীকৃতি না পাওয়ার পাশাপাশি নির্দিষ্ট হারে ছুটি, পিএফ, গ্র্যাচুয়িটি, বোনাস ও মাতৃত্বকালীন ছুটির সুযোগ থেকেও বঞ্চিত হতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে শ্রম সম্মেলনের সুপারিশ অনুযায়ী ন্যুনতম মাসিক বেতন, বিভিন্ন ধরনের ছুটি, পিএফ, গ্র্যাচুয়িটির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দাবীতে এদিন বিক্ষোভে সামিল হন জেলার বিভিন্ন হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মীরা। অবিলম্বে দাবী পূরণ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।