মিড ডে মিলের টাকা না পেয়ে স্কুলের শিক্ষকদের তালাবন্দী করে পালাল মিড ডে মিলের কর্মীরা

0
183

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ কাজ করেও বেতন জোটেনি। দীর্ঘ দিন ধরে বেতন চেয়ে না পেয়ে স্কুলের শিক্ষকদের তালাবন্দী করে পালাল মিড ডে মিলের কর্মীরা। তালাবন্ধ অবস্থায় দীর্ঘক্ষণ স্কুলে আটকে রইলেন স্কুলের শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা চন্ডিদাস বিদ্যাপিঠে। পরে স্থানীয় এক মিড ডে মিলের কর্মী স্কুলের তালা খুলে শিক্ষকদের মুক্তি দেন।অভিযোগ স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে দীর্ঘ তিনমাস ধরে বেতন পাননি মিড ডে মিলের কাজের সাথে যুক্ত ওই স্কুলের কর্মীরা। আজ তাই বাঁকুড়ার ছাতনা চন্ডিদাস বিদ্যাপীঠের মিড ডে মিলের কর্মীরা স্কুলের শিক্ষকদের তালবন্দী করে রাখলেন। অভিযোগ স্কুলে মিড ডে মিলের কাজের সাথে যুক্ত কর্মীরা প্রায় তিন মাস ধরে বেতন পাননি। শুধু বেতনই নয় মিড ডে মিলের সামগ্রী কেনার টাকাও পাওয়া যায়নি। দীর্ঘ তিন চার মাস ধরে বাজারেও পড়ে মোটা অঙ্কের ঋণ  মিড ডে মিলের বিভিন্ন সামগ্রী কেনার টাকা না পাওয়ায় কর্মীদের উপর চাপ দিচ্ছে বিভিন্ন দোকনাদাররা। প্রতিদিন টাকা চাইলে দিচ্ছি দিচ্ছি বলে দায় এড়াছিলো স্কুল কর্তৃপক্ষ। একদিকে বাজারে মিড ডে মিলের সামগ্রী কেনার মোটা টাকা দেনা আর অন্যদিকে বেতন না পাওয়ায় চরম সংকটের সম্মুখীন মিড ডে মিলের কর্মীরা। বারবার বলেও স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ার আজ শনিবার স্কুলের শিক্ষকদের তালাবন্দী করে মিড ডে মিলের টাকা ও বেতন দ্রুত মেটানোর দাবি তোলেন ওই স্কুলের মিড ডে মিলের কাজের সাথে যুক্ত কর্মীরা। দু একদিনের মধ্যে সব টাকা মিটিয়ে দেওয়া হবে বলেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি। প্রধান শিক্ষকের দাবী তিনি সদ্য চার্জ নিয়েছেন। কাগজ পত্রের হিসেবে কিছু গড়মিল রয়েছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। টাকা পয়সার বেশ কিছু গরমিল পেয়েছি সে বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের অনান্য শিক্ষকরা।

LEAVE A REPLY