বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ বাঁশকোপা শিল্পতালুকে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রতন ঘোষ(৪৮)। মৃত রতনের বাড়ি কাঁকসা ব্লকের গোপালপুর পঞ্চায়েতে সারেঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশকোপা শিল্পতালুকে একটি বেসরকারি কারখানায় কাজ করতেন রতন। এছাড়া তিনি দুধ বিক্রি করতেন। শনিবার সকালে দুধ বিক্রি করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রতন। বাঁশকোপা শিল্পতালুকে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাঁকে ধাক্কা মারে।পাশের একটি কারখানার নিরাপত্তাকর্মীরা ট্রাকটিকে থামানোর চেষ্টা করেন। ট্রাকের চালক আতঙ্কিত হয়ে গাড়ির গতি বাড়িয়ে দেন। রতনের দুটি পা পিষে দিয়ে বেরিয়ে যায় ট্রাকটি। কিন্তু কিছুদূর যাওয়ার পর নিরাপত্তাকর্মীরা ট্রাকটি আটক করেন। আশঙ্কাজনক অবস্থায় রতনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষন পরে মারা যান রতন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে রতনের।