নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বান্দোয়ানে গুলিবিদ্ধ বাম যুব নেতা কৃষ্ণপদ টুডুকে দেখতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে গেলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়। আজ সাত সকালে তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে যান। আহত নেতার সাথে দেখা করে তাঁর পরিবারের সাথে কথা বলেন তিনি। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলার পর পরিবারটির পাশে সবরকম ভাবে থাকার আশ্বাস দেন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিনাক্ষী বলেন, পুলিশ খুঁজে বের করুক এই ঘটনায় মাওবাদী যোগ রয়েছে নাকি শাসক দলের যোগ রয়েছে। এই ঘটনায় যে তিনজন গ্রেফতার হয়েছে তাদের আগেই গ্রামের মানুষ ধরে ফেলেছিল বলে দাবী মিনাক্ষীর। তিনি বলেন, গ্রামের মানুষই তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তারপর পুলিশের গ্রেফতার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই ঘটনার প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। এদিকে আহত বাম নেতা আজ কিছুটা সুস্থ রয়েছেন। তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন আহত নেতার পরিবার।