দুর্গাপুরে আসতেই সংবর্ধনায় ভাসলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

0
246

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ মন্ত্রী হওয়ার পর শনিবার প্রথম দুর্গাপুরে এলেন প্রদীপ মজুমদার। শহরে পা রাখা মাত্র সংবর্ধনার জোয়ারে ভেসে গেলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। কলকাতা থেকে আসার পথে বাঁশকোপা টোল প্লাজায় আসতেই সেখানে স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁর গাড়ি থামিয়ে তাঁকে সংবর্ধনা দেন। পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড ডিভিসি মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছিল প্রদীপ মজুমদারকে সংবর্ধনা দেওয়ার জন্য। সেখানে পেল্লাই সাইজের জোড়া ইলিশ ও মিস্টি উপহার দিয়ে প্রদীপ মজুমদারকে সংবর্ধনা দেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাই। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন, ডিএসপি আইএনটিটিইউসি, ইন্ডিয়ান অয়েল আইএনটিটিইউসি, এমএএমসি মর্ডান স্কুল সহ বিভিন্ন সংগঠন ও পুরসভার একাধিক কাউন্সিলর প্রদীপ মজুমদারকে নানা উপহার –মিষ্টি ও ফুল দিয়ে সংবর্ধনা দেন। ডিভিসি মোড় থেকে বাইকে র‍্যালি করে প্রদীপ মজুমদারকে নিয়ে যাওয়া হয় দু্র্গাপুর পুরসভায়। সেখানে পুরসভার তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এই ভাবে দুর্গাপুরের বিভিন্ন সংগঠন ও দলীয় কর্মীরা প্রদীপ মজুমদারকে সংবর্ধনা দেন।

LEAVE A REPLY