মোবাইল ফোন চুরির স্থান চিহ্নিত করে বিশেষ নজরদারি পুরুলিয়া জেলা পুলিশের

0
246

সাথী প্রামানিক,পুরুলিয়াঃ মোবাইল ফোন চুরির স্থান চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানোর উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। দিন দিন মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ থেকেই এই স্থানগুলো চিহ্নিত করে পুলিশ। সেখানে পুলিশের বিশেষ দল নজর রাখবে। এই কথা জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত। তিনি বলেন, “থানায় মোবাইল ফোন মিসিং ডায়েরি হচ্ছে। পুলিশ তৎপরতার সঙ্গে সেগুলি উদ্ধার করছে। তবুও এই মোবাইল ফোন চুরি রুখতে সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শের পাশাপাশি আমরা আরও সতর্ক থাকছি।” শনিবার  পুরুলিয়া টাউন থানার পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া  ৫২টি মোবাইল ফোন দাবিদারদের ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের ক্ষণিকা গেস্ট হাউসে ওই দাবিদারদের একসঙ্গে বসিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা শোনে পুলিশ। ওই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও ডিএসপি (ডি অ্যান্ড টি) আশীষ কুমার দে, সদর থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর সহ জেলা পুলিশের আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত দু মাসে পুরুলিয়া সদর থানা এলাকায় মোবাইল হারানো সংক্রান্ত যে সব অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাহান্নটি মোবাইল ফোন উদ্ধার করেছে। তারপর অভিযোগকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মিলিয়ে নেওয়ার পরেই তাদের হাতে মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত আরও জানান, ৫২টি মোবাইল ফোন প্রকৃত মোবাইল মালিকদের  হাতে তুলে দেওয়া হয়। তিনি আরো বলেন যারা মোবাইল নিতে এসেছিল তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল ফোন পড়ে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে। বেশ কয়েকটি ঘটনায় দেখা গিয়েছে হাসপাতাল মোড় ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চুরি গিয়েছিল। আমরা বিষয়টি নজরে রাখছি ওই এলাকায় কোন সক্রিয় মোবাইল চোরাই এর সাথে যুক্ত কেউ রয়েছে কিনা। স্বাভাবিকভাবেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে  খুশি মোবাইলের প্রকৃত মালিকেরা।

LEAVE A REPLY