সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারিঃ টাওয়ার বসানোর নাম করে ১৬ লক্ষ টাকারও বেশী আত্মসাৎ করার অভিযোগে কলকাতার এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার শাখার পুলিশ। অভিযোগ ২০১৭ সালের শেষ দিকে পুরুলিয়া পাড়া থানার আনাড়া গ্রামের তাপস মুখার্জি নামে এক ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাওয়ার বসানোর নাম করে ধাপে ধাপে মোট ১৬ লক্ষ ২৬ হাজার টাকা ওই যুবক একাধিক ব্যাংকের একাউন্টে নেয় বলে অভিযোগ। পরবর্তীকালে আরও টাকার দাবী করে সে। তখন ওই ইঞ্জিনিয়ার বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এই বছরের জানুয়ারি মাসের ২ তারিখে তিনি পুরুলিয়া সাইবার শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত করে দেখা যায় কলকাতার মানিকতলা এলাকার এক যুবকের একাউন্টে প্রায় ৭ লক্ষ টাকা ট্রান্সফার হয়। কলকাতার মানিকতলার ওই বাসিন্দা রোহন তালুকদার নামে ওই অ্যাকাউন্ট হোল্ডার থাকায় তাকে গ্রেফতার করে সাইবার শাখার পুলিশ। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তার ৭ দিন পুলিশ হেফাজত হয়। এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। বারবার পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হলেও এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ছেন বহু নিরীহ মানুষ।