মোবাইল টাওয়ার প্রতারনায় যুবক গ্রেফতার ভাতারে

0
36

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ চক্রের মোবাইলের টাওয়ার বসানোর নামে আর্থিক প্রতারণা চক্র। ভিন জেলা থেকে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত এক প্রতারককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। পুলিশ জানায় ধৃতের নাম শম্ভূ শর্মা।তাঁর বাড়ি কলকাতার তফসিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মাস দুয়েক আগে ভাতারের বালসিডাঙ্গা গ্রামের বাসিন্দা সুজিত মন্ডল ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ মোবাইলের টাওয়ার বসানোর নামে তিনি প্রতারিত হয়েছেন। ধাপে ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। সুজিত মন্ডলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভাতার থানার পুলিশ। একাউন্ট নাম্বারের সূত্র ধরে প্রতারকের হদিস পায় পুলিশ। গতকাল রাত্রে  টেংরা থানার পুলিশের সহযোগিতা নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ভাতার থানার পুলিশ ওই চক্রের সঙ্গে যুক্ত এক প্রতারককে গ্রেফতার করে। তবে ওই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত আছে সমগ্র বিষয়টি তদন্ত শুরু করেছে ভাতাড় থানার পুলিশ। শনিবার ধৃতকে হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।

LEAVE A REPLY