সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ মেঃ মার্কশিট হাতে পাওয়ার আগেই ফল খারাপের আশঙ্কায় আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী।পুরুলিয়া টামনা থানার অন্তর্গত ডুড়কু গ্রামের বাড়িতে ওই ঘটনা ঘটে। মৃতার নাম দীপালি মাহাতো(১৫)। সে পুরুলিয়া শহরের শান্তময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। অনলাইনে ওই ছাত্রী তার ফল জানতে পারে। আর তারপরেই বিকেল থেকে নিজেকে গুটিয়ে নেয়। ঘর বন্দি করে রাখে নিজেকে। কিছু পরই বাড়ির লোকজনের সন্দেহ হয়। দরজা ভেঙে তাঁরা দেখেন সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে দীপালি। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকাচ্ছন্ন হয়ে পড়েন বাবা, দাদা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। মৃত ছাত্রীর বাবা সহদেব মাহাতো বলেন, “মার্কশিট হাতে না পেয়েই মনমরা হয়ে বাড়িতে ছিল। যদি অসফলই হয় তাহলে ওখানেই শেষ নয়। আমাদের কিছু জানালো না।” ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই পরীক্ষার্থীর মার্কশিট বিষয়ে স্কুল কর্তৃপক্ষ খানিকটা এড়িয়ে গিয়েছে। কোনও রকম যোগাযোগের সুযোগ দেয় নি স্কুল কর্তৃপক্ষ।