সংবাদদাতা,লাউদোহাঃ শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শনিবার কৃতি পড়ুয়াদের তৃণমূল দলের পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো। উচ্চ শিক্ষার জন্য দেওয়া হল সমস্ত রকম সহযোগিতার আশ্বাস। চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের পানশিউলি হাইস্কুল, শ্যামলা-মাদারবুনি হাইস্কুল ও নতুনডাঙ্গা হাইস্কুলের সফল ন’জন কৃতি পড়ুয়াকে শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হল সম্বর্ধনা। এদিন কৃতি পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে উত্তরীয় পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট উপহার তুলে দিয়ে তাদের সম্বর্ধিত করেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। উচ্চশিক্ষার জন্য সমস্ত রকম সহযোগিতা ও পাশে থাকার বার্তা দেন তিনি। গৌতমবাবু জানান, এবার মাধ্যমিক পরীক্ষায় এলাকার স্কুলগুলির পরীক্ষার্থীরা ভালো ফল করেছে। পানশিউলি হাইস্কুলের ছাত্রী শ্রীপর্ণা মন্ডল পশ্চিম বর্ধমান জেলার মধ্যে প্রথম স্থান পেয়েছে। অন্যরাও ভালো ফল করেছে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে এদিন তাদের সম্বর্ধিত করা হয় বলে জানান গৌতমবাবু।