অবৈধ সম্পর্কের জেরে খুনের অভিযোগ,অন্ডালে চাঞ্চল্য

0
74

সার্থক কুমার দে,অন্ডালঃ  অবৈধ সম্পর্কের জেরে খুন হলেন বীরেন্দ্র চৌধুরী (৪৮) নামে এক ব্যক্তি। অভিযুক্ত পলাতক। এলাকায় চাঞ্চল্য। শ্রীরামপুর ওয়ার্কশপ শ্রীকৃষ্ণপল্লী এলাকার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার রাতে শ্রীরামপুর পঞ্চায়েতের ওয়ার্কশপ শ্রীকৃষ্ণপল্লী এলাকায় খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত্রি এগারোটা নাগাদ বাড়ির কাছেই আহত অবস্থায় পড়ে ছিলেন বীরেন্দ্র চৌধুরী নামে এক ব্যক্তি। পেশায় লরি চালক বীরেন্দ্র এর গলা ও কপালে ছিল ধারালো অস্ত্রের দাগ। রক্তাক্ত অবস্থায় আহত বীরেন্দ্র চৌধুরীকে উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল। আঘাত গুরুতর হওয়ার কারণে সেখান থেকে তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। বর্ধমান নিয়ে যাওয়ার পথেই বীরেন্দ্রর মৃত্যু হয়। মৃতের ছেলে রাজেশ চৌধুরী দাবি করেন, বাবার সাথে পুরনো বিবাদ ছিল প্রতিবেশী বামদেব দাস নামে এক ব্যক্তির। বামদেব দাস ধারালো অস্ত্র দিয়ে বাবাকে খুন করেছে বলে দাবি করে রাজেশ। তবে বিবাদ কি নিয়ে সেই বিষয়ে পরিষ্কার কিছু জানায় নি রাজেশ। ঘটনার পর থেকে অভিযুক্ত বামদেব দাস পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য বাম দাসের স্ত্রীকে আটক করা হয়েছে বলে অন্ডাল থানা সূত্রে খবর। অবৈধ সম্পর্কের কারণেই এই খুন বলে স্থানীয়দের একাংশের মত। মৃত বীরেন্দ্র চৌধুরীর সাথে অভিযুক্ত বামদেব দাসের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। এই কারণে মাঝে মধ্যেই বীরেন্দ্রর সাথে বাম দাসের ঝামেলা হতো বলে স্থানীয়রা জানান। অন্ডাল থানার এক আধিকারিক জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। অভিযুক্ত পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY