পথচলতি মানুষকে বিনা মূল্যে মুড়ি চপ খাওয়ালেন তৃণমূল কর্মীরা

0
177

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ বিনা পয়সায় পথ চলতি মানুষকে মুড়ি চপ খাইয়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় সরকার মুড়ির ওপর জিএসটি বসিয়েছে। তার বিরুদ্ধে রবিবার সকালে স্টিল টাউনশিপে সেকেন্ডারি রোডে কয়েকশো পথচলতি মানুষকে বিনা মূল্যে মুড়ি চপ খাওয়ালেন তৃণমূল কর্মীরা। গত ২১ শে জুলাই শহীদ সভার মঞ্চ থেকে মুড়ির ওপর জিএসটি বসানো নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেখানো পথে হেঁটে এদিন ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের উদ্যোগে এই অভিনব প্রতিবাদ সংগঠিত হয়। পল্লব বলেন ‘মুড়ি –চিড়ে সাধারণ মানুষের খাবর। এতেও যদি জিএসটি বসায় তাহলে আমরা খাব কী। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ।’

LEAVE A REPLY