সংবাদদাতা,অন্ডালঃ সারা বিশ্বজুড়েই পালিত হচ্ছে হজরত মহম্মদের জন্ম দিবস তথা বিশ্ব নবী দিবস। এই উপলক্ষ্যে খনি এলাকা উখড়ায় শোভাযাত্রা ও রক্তদানের মাধ্যমে পালিত হল মুসলিম সম্প্রদায়ের পবিত্র এই নবী দিবস। মারকাজী মিলাদ কমিটির উদ্যোগে এদিন সকালে উখড়া গ্রামের পুরাতন জামা মসজিদ থেকে শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নেয় মুসলিম সম্প্রদায়ের কয়েকশো মানুষ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকের হাতেই দেখা যায় জাতীয় পতাকা। শেষ হয় শংকরপুর মোর সংলগ্ন ট্রেকার স্ট্যান্ডে। সেখানে হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলম শেখ, সম্পাদক শেখ জাকির, উপদেষ্টা মৌলানা মেহবুব আলম সহ অন্যান্যরা। এখানে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে বলে জানান আলম শেখ । তিনি বলেন, আজ হজরত মোহাম্মদের ১৪৫১ তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে নবী দিবস পালন করা হয়।