বাঁকুড়ায় নবী দিবসের বিশাল জৌলুস শহর প্রদক্ষিণ করলো

0
163

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আজ বিশ্ব নবী দিবস। সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও মহাসমারহে পালিত হলো বিশ্ব নবী দিবস। এদিন বাঁকুড়ার বিভিন্ন মসজিদ থেকে ধর্মপান মুসলিম সম্প্রদায়ের মানুষজন মিছিল আকারে জৌলুস বের করে। আজকের দিনেই নবী হজরত মুহম্মদ জন্মগ্রহণ করেছিলেন। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ৫৭০ খ্রিস্টাব্দে রবি-উল আলাউল মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেছিলেন নবি। হজরত মুহাম্মদের জন্মদিনকেই ঈদ-ঈ-মিলাদ-উন-নবি অর্থাৎ নবী দিবস হিসেবে পালন করে আসছে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা।আজ বাঁকুড়া শহরের পাশাপাশি পুনিশোল, ছাতনা, তালডাংরার, ইন্দাস পাত্রসায়ের সহ বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদ মাজারগুলি থেকে ধর্মপান মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই বিশেষ দিনটিকে মিছিল বার করে পালন করে। এদিন বাঁকুড়ায় নবী দিবসের মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY