সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এদিন বেলা ১১ টা নাগাদ পাণ্ডবেশ্বরের হরিপুর বিধায়ক কার্যালয়ে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ ব্লকের তৃণমূল নেতা কর্মীরা। অন্যদিকে এদিন সন্ধ্যায় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সৃষ্টি কমিউনিটি হলে দ্বিতীয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি হয়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা। উপস্থিত সকলকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখ করানো হয় দলের পক্ষ থেকে। বক্তৃতায় নরেন্দ্রনাথ বাবু বলেন সামনেই পঞ্চায়েত ও ২০২৪ সালের লোকসভা ভোট। সেই ভোটে ভালো ফলের জন্য দলের কর্মীদের প্রস্তুতি শুরু করে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্রনাথ বাবু বলেন সিবিআই ইডি দিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ হবে না। পঞ্চায়েত ও আগামী লোকসভা ভোটে বিরোধীরা চোখে সর্ষে ফুল দেখবে বলে নরেন্দ্রনাথবাবু জানান।