নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের সর্বত্রই এবার নানা ধরনের কর্মসূচী নেওয়া হয়েছে। বিভিন্ন ক্লাব ও সংস্থা বিগত বছরের থেকে এবছর কিছুটা অন্য ধরনের কর্মসূচি নিয়েছে। যেমন দেখা গেল পূর্ব বর্ধমানে। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার দেখা গেল ১৫০০ স্কোয়ার মিটার পলিস্টার ফেব্রিক কাপরের জাতীয় পতাকা নিয়ে বর্ধমান শহর পরিক্রমা। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা একত্রে এই প্রয়াস নেয়। বর্ধমান শহরের টাউনহল থেকে এই পদযাত্রা শুরু হয়ে রেলওয়ে ওভারবব্রীজ হয়ে আবার টাউন হলে শেষ হয়। পলিস্টার ফেব্রিক কাপরের তৈরি এটি ভারতবর্ষের বৃহত্তম জাতীয় পতাকা বলে উদ্যোক্তাদের দাবী। প্লাষ্টিক বর্জন ও গো গ্রীন এই স্লোগানকে সামনে রেখে বর্ধমানকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তোলার জন্য এই উদ্যোগ বলে আয়োজকেরা জানাচ্ছেন।