যারা আমার ভাইয়ের সাথে অন্যায় করেছে তাদের আমি ঘৃণা করিঃ নওশাদ সিদ্দিকি

0
52

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ” আইন আইনের পথে চলছে। আমার ভাই এর সাথে যারা অন্যায় করেছে তাদের আমি ঘৃণা করি”। বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রামে একটি ধর্মীয় সভায় যোগ দিয়ে নওসাদ সিদ্দিকি ইস্যুতে এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি। নওসাদ সিদ্দিকির মুক্তির দাবীতে আজ রাস্তায় নামছে আই এস এফ। সেই প্রসঙ্গে আব্বাস সিদ্দিকি বলেন, “দেশের আইনের প্রতি আস্থা রাখুন। কিন্তু যারা এই অন্যায় করছে তাদের আমার ধর্ম ও দেশ মানতে বলেনি, আমরাও মানতে পারব না”।

LEAVE A REPLY